জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২
ফুলপুর মুক্তাগাছা সরাইল পলাশ শায়েস্তাগঞ্জ ভালুকায় সেরা যারা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে ফুলপুর, ভালুকা, মুক্তাগাছা, সরাইল, পলাশ ও শায়েস্তাগঞ্জে সেরা হয়েছেন যারা-
ময়মনসিংহের ফুলপুর ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ রওশন আরা বেগম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও রোমেছা আক্তার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ফুলপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও স্কুল পর্যায়ে পয়ারী গোকুল চন্দ্র উচ্চবিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের মো. দুলাল হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বর্ষা রানী বর্মণ শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। কারিগরি শাখায় ফুলপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন। ময়মনসিংহের ভালুকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা নীনা (বিদ্যালয়), এআরএম শামছুর রহমান (কারিগরি), শেখ মো. খাইরুল বাশার (মাদ্রাসা), মো. দীপু মিয়া (বিএনসিসি)। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সামিউল ইসলাম (কারিগরি), আনিছুর রহমান তালুকদার (কলেজ), নাজমুল আলম (বিদ্যালয়), মো. আক্কাছ আলী (মাদ্রাসা), মোস্তাফিজুর রহমান (বিএনসিসি)। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক শরীফা বেগম, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন ঢালী, শ্রেষ্ঠ রোভার দীপা রাণী, শ্রেষ্ঠ গার্লস গাইড তামান্না আক্তার পূর্ণিমা, শ্রেষ্ঠ স্কাউট তানজিনা আক্তার বর্ষা। শ্রেষ্ঠ শিক্ষার্থী সুমাইয়া জামান øিগ্ধা (কলেজ), তাওহিদা তাসরিন শশী (বিদ্যালয়), সাদিয়া বিনতে শহিদ (মাদ্রাসা) ও নাদিয়া আক্তার (কারিগরি)। ময়মনসিংহের মুক্তাগাছার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শহীদ স্মৃতি সরকারি কলেজের মো. ইদ্রিস আলী, শ্রেণিশিক্ষক মুক্তাগাছা মহাবিদ্যালয়ের শামছুর নাহার। সেরা শিক্ষার্থী শহীদ স্মৃতি কলেজের সুমাইয়া তাহসীন। সেরা স্কাউট শিক্ষক আব্বাছিয়া কামিল মাদ্রাসার মো. আজাহারুল ইসলাম। সেরা রোভার রেজাউল করিম, রোভার শিক্ষক মো. আশরাফুল ইসলাম। সেরা বিদ্যালয় নবারুন বিদ্যানিকেতন, প্রতিষ্ঠান প্রধান মুক্তাগাছা আরকে উচ্চবিদ্যালয়ের মো. নজরুল ইসলাম, শ্রেণি শিক্ষক চেচুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সমসাদ জাহানারা, শিক্ষার্থী এনএন বালিকা উচ্চবিদ্যালয়ের মৌমিতা মিত্র। সেরা মাদ্রাসা মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা, প্রতিষ্ঠান প্রধান সুমনখিলা দাখিল মাদ্রাসার মো. আব্দুল মালেক, শ্রেণি শিক্ষক মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার লতিফা চৌধুরী, সেরা শিক্ষার্থী ল্যাংড়া বাজার আলিম মাদ্রাসার সাউদা বিনতে আ. মান্নান। নরসিংদীর পলাশ সেরা প্রতিষ্ঠান প্রধান চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়েদুল হক গাজী, পলাশ থানা মডেল উচ্চবিদ্যালয়ের বরুন চন্দ্র দাস ও মাদ্রাসায় মো. শামসুল হক। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ডা. নজরুল বিন নূর-মহসিন গার্লস স্কুল কলেজের ইংরেজির প্রভাষক লক্ষণ দেবনাথ ও পলাশ থানা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা রাহিমা আক্তার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজের তাহসিন সুলতানা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) হয়েছেন ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের মোহাম্মদ নূরুল হক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক পর্যায়ে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন।
