Logo
Logo
×

বাংলার মুখ

টাঙ্গাইলে আখ চাষ লাভবান কৃষক

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে। বাজারে এর চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আখ চাষে লাভবান হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে গত বছর বন্যায় আখের ক্ষতি হওয়ায় জেলায় এ বছর আখের চাষ কম হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জানা যায়, গত বছর জেলায় ৪২২ হেক্টর জমিতে আখ উৎপাদন হয়েছিল ২০ হাজার ২৫৬ মেট্রিক টন। চলতি মৌসুমে ৫০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৮৮ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৬০০ মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলায় ২৫০ হেক্টরে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৬০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮০০ মেট্রিক টন। আখচাষিরা জানায়, আখের সঙ্গে সাথী ফসল হিসাবে ডালজাতীয়, তেলজাতীয় ফসলগুলো আলাদা জমি ছাড়াই বিনা সেচে বৃষ্টিনির্ভর অবস্থায় চাষ করা যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম