Logo
Logo
×

বাংলার মুখ

পীরগঞ্জের সেই ছাগল চোর যুবলীগ নেতা দল থেকে বহিষ্কার

Icon

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীব খাশি ছাগল চুরি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়া সময় গণ পিটনি দেওয়ার খবর রোববার দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সেই ঘটনায় তাকে স্থায়ীভাবে দলের সব পদ বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে পীরগঞ্জ পৌর যুবলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংগঠন বহির্ভূত কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ৩ অক্টোর পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহসভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম