Logo
Logo
×

বাংলার মুখ

মিসরি তরুণী সেনবাগের বধূ

Icon

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রেমের টানে বাংলাদেশি যুবক গোলাম সারোয়ার বাবুকে বিয়ে করে নোয়াখালীর সেনবাগে এসে সংসার শুরু করেছেন মিসরীয় তরুণী ডালিয়া (২৬)। এদিকে বিদেশি বধূকে দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় করছে তাদের বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দম্পতি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে তাদের বাড়িতে আসেন। ২০২০ সালের মিসরে তারা বিয়ে করেন। গোলাম সারোয়ার বাবু জানান, ২০১২ সালে জীবিকার সন্ধ্যানে মিসর যাই। ডালিয়াদের বাসার পাশেই থাকতাম। তার ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাধে ডালিয়াদের বাসায় যাতায়াত ছিল। এক সময় ডালিয়াকে ভালো লাগার বিষয়টি জানালে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালে ওই দেশের আইন মেনে মিসরে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এই প্রথম দুজনের একসঙ্গে দেশে আসা। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা আনন্দিত বলেও জানান তিনি। ডালিয়া বলেন, (মিসরী ভাষায় বলা কথাগুলো সংবাদিকদের অনুবাদ করে শুনান তার স্বামী), বাংলাদেশি খাবার এবং পরিবেশ ভালো লেগেছে। এটা আমার স্বামীর দেশ। এ দেশকে আমি অনেক ভালোবাসি। শ্বশুর বাড়িতে দুই মাস থেকে আবার মিসর ফিরে যাবেন বলেও জানান তিনি। বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, পুত্রবধূ বাংলা ভাষা বলতে না পারলেও ইশারায় ইঙ্গিতে কথা বলছে। বিদেশিনী পুত্রবধূকে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দিত। গ্রামের মানুষ এতে খুশি। ছেলে-পুত্রবধূর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম