বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসন
তানজিলা ও সৃষ্টির বিয়ে
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিবার ও সমাজ থেকে ৩ বছর আগে বিচ্যুত হয় তানজিলা ও বাকশ্রবণ প্রতিবন্ধী সৃষ্টি। পরে তাদের আশ্রয় হয় বরিশালের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। এবার তাদের বিয়ের আয়োজন করা হয়েছে এই কেন্দ্রেই। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে তিন লাখ টাকা করে দেনমোহরে বিয়ে হয়েছে তাদের। শনিবার দুপুরে তাদের বিয়ের আয়োজন করা হয়। বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাসিন্দা ওবায়দুর মৃধা। বেশ কয়েকদিন আগে বরিশালের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এসে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সৃষ্টিকে পছন্দ হয় অটোচালক ওবায়দুরের। এরপর পরিবারেরও পছন্দ হলে ঠিক হয় ওবায়দুর ও সৃষ্টির বিয়ে। ওবায়দুর মৃধা বলেন, আমি এবং আমার পরিবার সৃষ্টিকে পছন্দ করেছি। তারপরই বিয়ের আলোচনা হয় এখানকার কর্মকর্তাদের সঙ্গে। সৃষ্টিও আমাকে পছন্দ করেছে। সৃষ্টি বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানে অসহায়। তাই ওকে বেশি ভালো লাগছে।
তবে ব্যতিক্রম বিষয় পুনর্বাসন কেন্দ্রের সব কিছু স্বাভাবিক থাকা তানজিলার সঙ্গে বিয়ে হয়েছে বাকপ্রতিবন্ধী আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের কৃষক রেজাউল করিম সরদারের সঙ্গে। পারিবারিকভাবেই বিয়েতে সম্মতি দেওয়া হয়েছে। রেজাউল করিম সরদারের ভাই মো. ফরিদ বলেন, পারিবারিকভাবেই পছন্দ করা হয়েছে তানজিলাকে। দুজন দুজনকে পছন্দ করার পরই আমরা বিয়ের আলাপ শুরু করি। রেজাউলের বোন চায়না আক্তার বলেন, আমরা এই বিয়ে নিয়ে সবাই খুশি।
তানজিলা ও সৃষ্টির উকিল বাবা হয়েছেন সমাজসেবা দপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। জানিয়েছেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সবার সহযোগিতায় বিয়ের আনুষ্ঠানিকতার কথা। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, তানজিলা ও সৃষ্টি ডিসির মেয়ে। এই নিয়ে চারজন মেয়েকে পুনর্বাসন কেন্দ্রে বিয়ে দেওয়া হয়েছে। সবাই এগিয়ে এলে এখানের ৩৫ জন মেয়ের জীবন নির্বিঘ্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এই কেন্দ্রের সামনে সামাজিক প্রতিবন্ধী লেখা থাকলেও এরা সামাজিক প্রতিবন্ধী নয়।
