সংক্ষিপ্ত সংবাদ

  
২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আমতলীতে চাঁদাবাজি, বিএনপি নেতা কারাগারে

আমতলী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মেসবাহ উদ্দিন মো. ফয়সাল তালুকদার চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বরগুনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. নাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

খুমেক হাসপাতালে নবজাতক চুরি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় নবজাতক চুরির ঘটনা ঘটেছে। নবজাতকের মা রানিমা জানান, মঙ্গলবার দুপুরে তিনি সুস্থ বাচ্চা জন্ম দেন। বিকেলে তার স্বামী তুরাব আলি অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নিয়ে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় হাতাহাতি ঠেকাতে আবার বোন কোলে থাকা নবজাতককে পাশের এক নারীর কাছে দিয়ে এগিয়ে যান। পরে এসে দেখেন ওই নারী উধাও। খুলনা ব্যুরো

জাবিতে হিম উৎসব শুরু

‘পরম্পরায় আমরা’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনব্যাপী হিম উৎসব শুরু হয়েছে। সেলিম আল দীন মুক্তমঞ্চে মঙ্গলবার বিকালে লোকসঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। জাবি প্রতিনিধি

ধনবাড়ীতে অবৈধ তিন ইটভাটায় জরিমানা

টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা অনিয়মে পরিচালিত তিন ইটভাটা মালিককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ভাটাগুলো হচ্ছে-মেসার্স সাবিব ব্রিকস, নবাব ব্রিকস এবং আকাশ ব্রিকস। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার অভিযানের নেতৃত্ব দেন। মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নলছিটি বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে

বিস্ফোরক আইনের মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবিনকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় অপর ২৭ জন বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করা হয়। ঝালকাঠি প্রতিনিধি

মদনে জাল দলিল করায় লেখক সমিতির সম্পাদক বহিষ্কার

মদনে দলিল লেখক আব্দুল গণিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জাল দলিলে জমি রেজিস্ট্রার করায় তাকে বহিষ্কার করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান। আব্দুল গণি চন্দ্রতলা গ্রামের ওমর আলীর ছেলে এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। মদন (নেত্রকোনা) প্রতিনিধি

হিজলায় হত্যা মামলার যাবজ্জীবনের আসামি গ্রেফতার

বরিশালের হিজলায় আলোচিত সাখাওয়াত হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি সোহেল সরদারকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব। সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মালথ বেপারী কান্দী গ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। সোহেল হিজলার নরসিংহপুর গ্রামের মো. সিদ্দিক সরদারের ছেলে। মাদারীপুর প্রতিনিধি

ধামরাই সরকারি কলেজে পিঠা উৎসব

ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মঙ্গলবার শীতকালীন পিঠা উৎসব হয়েছে। কলেজের অধ্যাপক ড. মো. সেলিম মিয়ার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য বেনজির আহমদ। উপস্থিত ছিলেন মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। ধামরাই (ঢাকা) প্রতিনিধি

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন