আগৈলঝাড়ায় ভেগাই হালদার একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভেগাই হালদার পাবলিক একাডেমির হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ লিটন সেরনিয়াবাত, শিক্ষক রজজিত কুমার বাড়ৈ, প্রেস ক্লাব সভাপতি সরদার হারুন রানা, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল ইসলাম পাইক প্রমুখ।
