Logo
Logo
×

বাংলার মুখ

ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা

আখাউড়ায় ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রায় আট বছর পর আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকির খাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি। এর আগে শুক্রবার গভীর রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির উপজেলার চানপুর উত্তরপাড়া এলাকার আমানত খাঁর ছেলে। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- উপজেলার চানপুর উত্তরপাড়া গ্রামের মাহবুব খাঁ ও গাজী খাঁ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আমানত খাঁ। থানার ওসি আসাদুল ইসলাম জানান, মামলায় অন্য দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম