Logo
Logo
×

বাংলার মুখ

ধামরাইয়ে ফকির ইব্রাহিম পাগলার ওরসে ভক্তের ঢল

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধামরাইয়ে ফকির ইব্রাহিম পাগলার (রহ.) ১০৩তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামে প্রয়াত ফকির ইব্রাহিম পাগলার (রহ.) এ বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ বার্ষিক ওরস মোবারকে শত শত ভক্ত আশেকান অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনভর এ ওরস চলে।

ফকির ইব্রাহিম একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে ফকির মোহাম্মদ আব্দুস সোবহান ও নাতি বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. আব্দুল গণি সুমন এ বার্ষিক ওরস উদযাপন ও দরবারের দায়িত্ব পালন করে আসছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম