Logo
Logo
×

বাংলার মুখ

গজারিয়ায় গাড়ি চালককে হত্যার অভিযোগ

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

নিহত পিকআপ চালকের নাম মনিরুজ্জামান (৪৩)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাগবাড়ী গ্রামের আলেপ শেখের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে মহাসড়কের পাশে এক মাঝ বয়সি পুরুষের লাশ দেখতে পান তারা। বিষয়টিকে সড়ক দুর্ঘটনা ভেবে সঙ্গে সঙ্গে গজারিয়া থানা পুলিশ এবং গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িকে অবহিত করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শ্বশুর কালাম মোল্লা বলেন, ছোট পিকআপ হওয়ায় তার সঙ্গে কোন হেলপার থাকে না। রোববার সন্ধ্যায় তার সঙ্গে পরিবারের সর্বশেষ কথা হয়েছিল। সে গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাতে আসছিলেন বলে বলেছিলেন। সকালে তারা খবর পান মহাসড়কের গজারিয়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি বলেন, তিনি যদি কোনো কারণে গাড়ি থেকে নেমেও থাকেন তাহলে সেটা ঢাকাগামী লেনে হওয়ার কথা কিন্তু তার লাশ পাওয়া গেছে চট্টগ্রামগামী লেনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম