ইতালির লেভেল ক্রসিংয়ে দেবিদ্বারের মিজানের লাশ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইতালির মনসেলিস শহরের একটি রেল ক্রসিং থেকে মিজানুর রহমান সরকারের নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর সরকার বাড়ির আব্দুল লতিফ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির পাদুভার মনসেলিস স্টেশনের ২০০ মিটার অদূরে পুরোনো লেভেল ক্রসিং থেকে ওই রেমিটেন্স যোদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। মিজানের বড় ভাই মো. রফিকুল ইসলাম সরকার মোবাইল ফোনে জানান, আমরা তিন ভাই ইতালিতে থাকি। মিজান ইতালির রাজধানী রোমে একটি রেস্তোরাঁয় কাজ করত। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। এজন্য পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজ-পত্র হালনাগাদ করতে সে রোম থেকে পাদুভা গিয়েছিল। লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মিজান নিহত হয়েছে।
