Logo
Logo
×

বাংলার মুখ

ভাসানী বিশ্ববিদ্যালয়

প্রচলিত পদ্ধতিতে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পদ্ধতিতে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্দেশ্যে উপাচার্য তার কার্যালয় যেতে চাইলে শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদার রহমান বলেন, উপাচার্য যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারিতা করে প্রতি কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। প্রচলিত নিয়ম উপেক্ষা করে শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে তার ব্যক্তিগত অভিমত বাস্তবায়নের চেষ্টা করছে। কোন শিক্ষকের মতামত নিচ্ছে না।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, পরীক্ষা নিয়ে আমি শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছি। যাতে স্বচ্ছতা থাকে। প্রচলিত নিয়মে শুধু ভাইবা নিতো, যেখানে উল্টা-পালটা হওয়ার সম্ভাবনা থাকে। আমি পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছি, এতে তারা রাজি নন। তিনি আরও বলেন, নিয়োগের বিষয়ে কখনোই শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করে হয় না। রাষ্ট্রপতি ও রিজেন্ট বোর্ড থেকে নিয়োগপ্রাপ্ত নিয়োগ কমিটি আছে। সেই কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম