Logo
Logo
×

বাংলার মুখ

বরিশালে ২ শ্রমিককে মারধরের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিবাদে সড়ক অবরোধ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুতের অভিযোগ উঠেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ভুক্তভোগীরা জানান, সোমবার ফ্লোরে তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার তাদের ডেকে নিয়ে কারও কথা না শুনে মারধর করেন এবং তাদের কার্ড জব্দ করে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে চাকরিচ্যুত করে দেন। পরে বিষয়টি শ্রমিকরা জানতে পেরে রাতেই ফ্যাক্টরির ভেতরে বিক্ষোভ শুরু করেন। তবে মারধরের বিষয়টি স্বীকার করলেও চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ অস্বীকার করেন জিএম শামীম সরকার। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, ওই ঘটনায় বিচারের পাশাপাশি শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম