স্কুলছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ
শিবালয়ে ছাত্রসহ গ্রেফতার ৩
যুগান্তর প্রতিবেদক, মানিকগঞ্জ
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিবালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। হত্যার ভয় দেখিয়ে তাকে ঘটনায় কলেজছাত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার তেওতা ইউনিয়নের কলেজছাত্র মো. জামাল বাদশা, স্কুলছাত্র মো. অভি শেখ এবং নৌকাচালক রাসেল। জানা যায়, কলেজছাত্র জামাল বাদশা ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বের হলে তাকে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে নিয়ে যান জামাল বাদশা এবং তার সহযোগী রাসেল। পরে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ধর্ষণ করেন জামাল বাদশা। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর চাচা থানায় মামলা করেন।
