বিএম স্কুল অ্যান্ড কলেজে সংঘর্ষ
ধামরাইয়ে হাতুড়ি দিয়ে মাথা ফাটাল সহপাঠীরা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শিপন আহাম্মেদ নামে এক কলেজছাত্রের মাথা ফাটিয়েছে সহপাঠীরা। এ নিয়ে বিবদমান দুদল ছাত্রের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক নেমে আসে। শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার দুপুর ২টার দিকে যাদবপুর কলেজ ও স্কুল শাখার দুদল ছাত্রের মধ্যে এ সন্ত্রাসী তাণ্ডবের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। প্রতিষ্ঠান প্রধান আকলিমা আক্তার ধামরাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এরপর পুলিশ বিবদমান দুদল শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সন্ধ্যা ৬টা অবধি চলে এ তাণ্ডব। এ ব্যাপারে থানায় পালটাপালটি অভিযোগ হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য নিয়ে কলেজ শাখার মো. শিপন আহাম্মেদ ও স্কুল শাখার সাব্বির হোসেন বলয়ের মধ্যে দীর্ঘ্যদিন ধরে চরম দ্বন্দ্ব ও সংঘাত চলে আসছে। এরই জের ধরে বুধবার দুপুর ২টার দিকে এ দুজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাব্বির হোসেনের নেতৃত্বে তার বলয়ের ছাত্ররা কলেজ শাখার শিপন আহাম্মেদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। খবর সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই বলয়ের শিক্ষার্থীরাই রামদা, চাপাতি ও স্যানসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় এ বিবদমান দু’গ্রুপের শিক্ষার্থীদের মাঝে চলে সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা। এ ব্যাপারে তদন্ত ওসি নির্মল চন্দ্র দাস বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
