Logo
Logo
×

বাংলার মুখ

ধোবাউড়ায় সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ধোবাউড়ায় ঘাগটিয়া নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০ গ্রামের মানুষ। উপজেলার ধোবাউড়া সদর এবং গোয়াতলা ইউনিয়নের মাঝখান দিয়ে প্রবাহিত নদীটি ইউনিয়ন দুটিকে বিভক্ত করেছে। ধোবাউড়ার প্রবেশপথ হওয়ায় জনসাধারণের যাতায়াতের অন্যতম বাধা এই নদী। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে স্কুলে আসা-যাওয়া করে স্কুলের খুদে শিক্ষার্থীরা। শুকনো মৌসুমে নৌকা দিয়ে কোনো রকম নদী পারাপার করলেও বর্ষায় ভয়াল রূপ ধারণ করে এই নদী। এতে চিকিৎসা নিতে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারে না বৃদ্ধ ও গর্ভবতী মহিলারা। এছাড়াও কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘাগটিয়াপাড়, মন্তনি, হরিপুর, রঘুরামপুর, জোকা, ছনাটিয়া বাউইগোনা, ট্যাংগাটি, পাতালগাঁও, বলদালীসহ ১০টি গ্রামের মানুষ যুগ যুগ ধরে সীমাহীন কষ্ট করে যাতায়াত করে আসছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়ন হয়নি সেই প্রতিশ্রুতির সেতু। স্কুলপড়ুয়া ছাত্র সিফাত জানায়, নৌকা দিয়ে নদী পার হয়ে স্কুলে যাইতে আমাদের খুব ভয় করে। স্থানীয় মোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শুনতাছি ব্রিজ হইব কিন্তু ব্রিজ আর হয় না।

ইউপি মেম্বার চান মিয়া বলেন, ঘাগটিয়া নদীতে একটি ব্রিজ খুবই দরকার। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, এখানে একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, সয়েল টেস্ট করা হয়েছে, ডিজাইন প্রক্রিয়ায় রয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ঘাগটিয়া নদীতে ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে, আগামী অর্থবছরে আশা করছি নির্মাণ কাজ শুরু করা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম