Logo
Logo
×

বাংলার মুখ

রাজাকারের সন্তান বলায় দেলদুয়ারে প্রতিবাদ সভা

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেলদুয়ারে এলাসিন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মদ আলীকে রাজাকারের সন্তান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচার করার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা করেছে। শনিবার এলাসিন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক। তিনি বলেন, এলাসিন আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মদ আলীর পিতা মৃত তোরাব আলী রাজাকার ছিলেন না। যারা এ তথ্য প্রচার করছেন তারা হিংসা পরায়ন হয়ে এসব করেছেন। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শিতল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেতাব আলী প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম