Logo
Logo
×

বাংলার মুখ

ভাঙচুর ও লুটপাট মামলা

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য জহিরুল ইসলাম জেবিনকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার কারাগারে প্রেরণ করেছে আদালত। জেবিন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের অধিবাসী। বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, গৌরীপুর উপজেলার পাঁচাশি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় জেবিনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। সাতদিনের রিমান্ড চেয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম