হিলি চেকপোস্ট
লাগেজ পার্টির বিরুদ্ধে আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতীয় অবৈধ মালামালের ব্যাগ আটক করা নিয়ে কাস্টমসের পাসপোর্ট শাখার আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ পাওয়া গেছে। হিলি কাস্টমসের পাসপোর্ট শাখায় কর্মরত আনসার সদস্য মাসুদ রানা জানান, রোববার বেলা ২টার দিকে দিনার নামে এক ব্যক্তি বলেন ভারত থেকে তার ব্যাগ আসবে, তুমি সে ব্যাগ আটক করবে না। এর কিছুক্ষণ পর তার ব্যাগ এলে আমি কাস্টমসের পাসপোর্ট শাখায় তল্লাশির জন্য নিতে বললে তিনি আমাকে গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগ নিয়ে চলে যান। অবৈধভাবে কেন ব্যাগ নিয়ে যাওয়া হলো এমন কথা বললে দিনার একপর্যায়ে আমাকে লাথি মারলে আমি মাটিতে পড়ে যাই। পরে আমার সহকর্মীরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাস্টমস কর্তৃপক্ষ বা আনসার সদস্যদের পক্ষে থানায় মামলা বা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
