Logo
Logo
×

বাংলার মুখ

শ্যামনগর হাজীগঞ্জে ট্রলার ও নৌকা ডুবে দুজনের মৃত্যু

Icon

সাতক্ষীরা ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ নদীর মোহনায় কালবৈশাখি ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সুন্দরবনের উলুখালি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুহুল কুদ্দুস উপজেলার কৈখালি গ্রামের রমজান গাজীর ছেলে। নিহতের ভাই আব্দুর রহমান জানান, রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে কালিঞ্চিসহ পাঁচ নদীর মোহনায় মাছ ধরার সময় কালবৈশাখি ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। এরপর থেকে কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌপুলিশ ও কোস্টগার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবন সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সুন্দরবনের উলুখালি নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিনের ট্রলার ডুবে জিহাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। জিহাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে। মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, শনিবার রাতে ড্রেজারে পানি ঢুকে ট্রলারটি নদীতে ডুবে যায়। সে সময় জিহাদ ট্রলারে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পাননি। সকালে ঘটনাস্থলে এলে ডোবানো অবস্থায় ড্রেজারটি দেখতে পেয়ে কয়েক শ্রমিক মিলে ড্রেজারটি নদীর পাড়ে আনেন। পরে ভেতর থেকে জিহাদের লাশ উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম