Logo
Logo
×

বাংলার মুখ

পোপালগঞ্জ হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে কম আঘাতপ্রাপ্তদের গুরুতর জখম ও বেশি আঘাতপ্রাপ্তদের উল্টো সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এ অবস্থায় ফুঁসে উঠছেন ভুক্তভোগীরা। সার্টিফিকেট বাণিজ্য বন্ধের দাবিতে বৃহস্পতিবার গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করেছেন শতাধিক ভুক্তভোগী। এ সময় বক্তারা বলেন, সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এবং আরএমও ডা. ফারুক স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে সার্টিফিকেট বাণিজ্য করে আসছেন। ছোটখাটো আঘাতপ্রাপ্তদের টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ৩২৬ ধারার সার্টিফিকেট আবার গুরুতর আহতদের দেওয়া হচ্ছে সাধারণ সার্টিফিকেট। কর্তৃপক্ষের অনিয়ম আর গাফিলতির কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম