আগৈলঝাড়ায় টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগৈলঝাড়ায় কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় মহিলা ইউপি সদস্যসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে মোল্যপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রত্মপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসীদের মাঝে পণ্য বিতরণকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বড়িয়ালী গ্রামের হাবিব সন্যামতের ছেলে কিবরিয়া সন্যামত ও ঝন্টু সন্যামতসহ ৫-৬ জনের একটি দল কার্ড ছাড়া টিসিবির পণ্য নিতে আসে। এ সময় পণ্য উদ্বৃত্ত না থাকায় দায়িত্বে থাকা আমিন ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। একপর্যায় তাকে মারধর শুরু করলে মহিলা ইউপি সদস্যে সুমিত্রা গোয়ালদার এবং স্বামী রিপন গোলদার বাধা দিতে আসলে তাদেরও মারধর করে। রত্মপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যানকে জানিয়েছি।
