Logo
Logo
×

বাংলার মুখ

রূপসার ঘাটভোগ ইউনিয়ন

আ.লীগের কমিটিতে ত্যাগীরা বাদ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন কমিটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে জেলা আওয়ামী লীগ নেতাদের মধ্যে। প্রবাসী ও আওয়ামী রাজনীতির বাইরের লোকদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ করেছেন ত্যাগীরা। গঠিত কমিটির বিষয়ে জানেন না উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা ৫নং ঘাটভোগ ইউনিয়ন আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটিতে চঞ্চল অধিকারীকে আহ্বায়ক, প্রবাসী আব্দুল জব্বার শেখকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। তবে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকেই সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের চেনেন না। কমিটির আহ্বায়ক চঞ্চল অধিকারী কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার থাকেন বিদেশে। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বাদ দিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সভায় সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবি জানান। জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল বলেন, ‘ঘাটভোগ ইউনিয়ন আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তাকে কখনো দলীয় কোনো প্রোগ্রামে দেখিনি। এমনকি তাকে আমি চিনি না। এছাড়া প্রবাসে যিনি থাকেন তাকে কিভাবে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে, এটাও আমার জানা নেই।’ উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল বলেন, ‘উপজেলা আ.লীগের সভা ছাড়াই একক সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম