লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গ্রামপুলিশ বকুল শেখ হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনীর কেন্দ্রীয় রিট বাস্তবায়ন কমিটির সভাপতি উজ্জ্বল খান, সম্পাদক সাহিদুল দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, উপজেলা গ্রামপুলিশ বাহিনীর সভাপতি আবু আবদুল্লাহ, সম্পাদক উসমান গণি, নিহত বকুল শেখের ছেলে রমজান শেখ প্রমুখ। ওসি নাসির উদ্দীন বলেন, আসামি রুবেলকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
