Logo
Logo
×

বাংলার মুখ

নাঙ্গলকোটে রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

চৌদ্দগ্রাম দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার সংলগ্ন সড়কে রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার শিক্ষক-শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীসহ সর্বসাধারণের আয়োজনে শত শত মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উদ্দীন আলমগীর, সাবেক সদস্য মফিজুল ইসলাম, বর্তমান সদস্য লোকমান হায়দার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, গোমকোট বাজার কমিটির আহ্বায়ক আবদুর রহিম, সদস্য সচিব আবদুল হালিম, ব্যবসায়ী মাসুদ রানা, ওয়াসিম মজুমদার, সোহাগ, সমাজসেবক হাজী সেলিম ও শিক্ষার্থী ফারজানা আক্তার প্রিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকা চট্টগ্রাম রেলপথের গোমকোট বাজার সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়কে অরক্ষিত রেলক্রসিং দিয়ে ময়ুরা উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, এবি ছিদ্দিক কিন্ডারগার্টেন, গোমকোট বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা, ব্যবসায়ী ও মৌকরা ইউনিয়ন পরিষদে আগত হাজার হাজার লোকজন এবং যানবাহন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই জরুরিভিত্তিতে ওই স্থানে একটি গেট নির্মাণ করে গেটম্যান প্রদানের দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম