ভোলায় এমপিকে হত্যার হুমকি
ইউপি চেয়ারম্যানের গ্রেফতার দাবি সদস্যদের
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা-২ আসনের সংসদ-সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকিদাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেফতারের দাবি করেছেন ওই ইউনিয়নের ৮ ইউপি (মেম্বার) সদস্য। রোববার স্থানীয় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানান। ওই সময় পুলিশ প্রশাসন যদি অবিলম্বে আলাউদ্দিনকে গ্রেফতার না করে তাহলে হুমকিদাতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাসহ বৃহত্তর কর্মসূচি দেবেন বলেও জানান তারা। লিখিত ও প্রশ্নোত্তরে উপস্থিত ইউপি সদস্যরা জানান, আলাউদ্দিন সরদারের ছেলে রোহান কিশোর গ্যাংয়ের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকালাপ চালায়। ২ জুন রোহান স্থানীয় নুরমিয়ার হাটে চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে দৌলতখান থানায় সোপর্দ করেন। আলাউদ্দিন তার ছেলেকে ছাড়িয়ে দিতে সংসদ-সদস্য আলী আজম মুকুলকে অনুরোধ করেন। কিন্তু সংসদ-সদস্য অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানান। এতে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ৪ জুন ফেসবুকে ভিডিও বার্তায় সংসদ-সদস্যকে হত্যার হুমকি দেন।
তারা আরও বলেন, বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে মামলা করার এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও আলাউদ্দিন গ্রেফতার না হওয়াটা দুঃখজনক। একজন সংসদ-সদস্যকে হত্যার হুমকির পর যদি গ্রেফতার না হয় তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভোগা স্বাভাবিক কি-না তারা প্রশ্ন রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ হুমায়ূন কবির, প্যানেল চেয়ারম্যান-২ আবদুল্লাহ আল নোমান, ইউপি সদস্য মো. মহিউদ্দিন, মো. হাবিবউল্যাহ, মো. আলমগীর, মো. সেলিম, জাহিদুল ইসলাম রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য সিমু আক্তার।
