ডেঙ্গুতে কমলনগর বাঘা ও সালথায় চার নারীর মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু জ্বরে গত দুদিনে লক্ষ্মীপুরের কমলনগর, রাজশাহীর বাঘা ও ফরিদপুরের সালথায় চার নারী মারা গেছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে জাহানারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত জাহানারা উপজেলার উত্তর চরলরেন্স গ্রামের করইতলা বাজার এলাকার স্কুল শিক্ষক মুজিব উল্যার স্ত্রী। তিনি বাংলাদেশ বুলেটিন পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি এমএ আহসান রিয়াজের মা। লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের অ্যাসিসটেন্ট চিফ স্ট্যাটিসটিক্যাল অফিসার (ইনচার্জ) এএইচএম ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৭৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালে ১০৮ জন রোগী চিকিৎসাধীন। রাজশাহীর বাঘায় ডেঙ্গু জ্বরে ফায়মা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। ফায়মা খাতুন উপজেলার মনিগ্রাম হাজিপাড়া গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আশাদ বলেন, ফায়মা খাতুন নামে এক নারী মারা গেছেন শুনেছি। উপজেলায় এ পর্যন্ত ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরের সালথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা হলেন-ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম ও গট্টি গ্রামের হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম। সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার বিকালে সালেহা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া তাসলিমা নামে আরেক গৃহবধূ বুধবার গভীর রাতে একই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
