Logo
Logo
×

বাংলার মুখ

ফরিদগঞ্জ দাগনভূঞা দুর্গাপুর আলফাডাঙ্গায় ৪ লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদগঞ্জে শুক্রবার কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আলফাডাঙ্গায় ব্যবসায়ী, দাগনভূঞায় প্রবাস-ফেরত ব্যক্তি ও দুর্গাপুরে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান :

চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার রীমা আক্তার নামে এক কলেজছাত্রীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। রীমা রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রসুল আহমেদের মেয়ে ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। চলতি বছর অজ্ঞাত কারণে তিনি এইচএসসি পরীক্ষা দেননি। পরিবারের সদস্যদের দাবি, রীমা হতাশায় আত্মহত্যা করেছে। তবে রহস্য উদ্ঘাটনে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার উমর ফারুকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হাকিম। সকালে তার বোন নির্মাণাধীন একটি ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এসআই ছানোয়ার মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফেনীর দাগনভূঞায় মামুনুর রশিদ মামুন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জায়লস্কর ৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন উত্তর বারাহিগোবিন্ধ এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। প্রবাস থেকে ফিরে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ভাই জিয়াউল হক জানান, মামুন হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। ওসি (তদন্ত) মোহাম্মদ রাসেল মিয়া জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘাসখেত থেকে জাফর শরীফ নামে এক সমিল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসদরের ৯ নম্বর ওয়ার্ডের মিঠাপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জাফর শরীফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুসুমদী এলাকার মৃত সেকেন শরীফের ছেলে। জানা যায়, জাফর শরীফ বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ আবু তাহের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম