Logo
Logo
×

বাংলার মুখ

টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল

ভোটারের স্বাক্ষর জাল করে প্রার্থিতা হারালেন পদত্যাগী চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থিতা হারালেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ-সদস্য পদে নির্বাচনের জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও নানা অভিযোগে আরও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তাদের মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন-টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাসদ (ইনু) প্রার্থী এসএম আবু মোস্তফা। জানা যায়, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ৩০ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর আবেদনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর করে জমা দিয়েছেন। সেখান থেকে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই-বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ৯টি ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়। তবে একটি ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘আরফান আলী সেখ স্বাক্ষর দেওয়ার পর অস্বীকার করছেন। তবে তার বাড়িতে তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমি আপিল করব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম