Logo
Logo
×

বাংলার মুখ

মনোহরদীতে ধানের গাদা, নড়াইলে ঘরে অগ্নিসংযোগ

রাঙামাটি শেরপুর কচুয়ায় বাড়ি ও দোকানে আগুন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নড়াইলে মসজিদের ইমামের ঘর এবং নরসিংদীর মনোহরদীতে ধানের আঁটির গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আগুন লেগে রাঙামাটি ও শেরপুরে বসতবাড়ি এবং চাঁদপুরের কচুয়ায় দোকান পুড়ে গেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় মাওলানা শহিদুল ইসলামসহ তার পরিবারের কেউ ঘরে ছিলেন না। এ ঘটনায় শনিবার সকালে জঙ্গলগ্রামের আলাউদ্দিন শেখসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আমির হোসেনসহ সদস্যরা জানান, মসজিদের পাশে পরিবারসহ ইমামের থাকার জন্য বসতঘরটি করে দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ইমামের থাকার ঘরে আগুন দিয়েছে। এর আগে সিঁদ কেটে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ইমামের জন্য যে জমিতে বসতঘর করা হয়েছে, তার পাশেই প্রতিপক্ষের জমি। মনোহরদীতে জমিতে কেটে রাখা ধানের আঁটির গাদায় রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, মনোহরদীর পশ্চিম চালাকচর গ্রামের প্রবাসী মোস্তফা কামাল দুই বিঘা জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাড়াইয়ের জন্য মাঠে দুটি গাদা করে রাখছিলেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাট ফেরত লোকজন একটি গাদায় আগুন জ্বলতে দেখতে পান। পরে লোকজন এসে আগুন নেভাতে সমর্থ হন। এরই মধ্যে একটি গাদার প্রায় ৮০ ভাগ ধানের আঁটি পুড়ে যায়। মোস্তফা কামালের ছেলে রুবেল জানায়, তিনি বাড়ি ছিলেন না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না তারা। রাঙামাটি শহর স্টেডিয়াম এলাকার কুটির শিল্পের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। খবর পেয়ে দীপংকর তালুকদার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ইউএনও ফাতেমা বিনতে আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। শেরপুর পৌর শহরের রাজাবাড়ি মহল্লায় বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। রাজাবাড়ি মহল্লায় প্রয়াত অ্যাডভোকেট ফরহাদের বাসায় শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই চার বাড়াটিয়াসহ বাড়ির মালিকের ঘরের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কচুয়া উপজেলার হরিপুর গ্রামে শুক্রবার রাতে আগুনে নবীর হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে আগুন ধরে যায়। এতে ছোট-বড় ৪টি ঘর, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমা রাখা টাকা, পাসপোর্টসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে প্রবাসীর স্ত্রী পারভীন বেগম, প্রতিবেশী শওকত হোসেনসহ ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা প্রায় ঘণ্টা পর ঘটানাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম