দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
রংপুরে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল তিনজনের স্থগিত
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে ৪৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে শনিবার ৩টি আসনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫ জনের প্রার্থিতা বাতিল এবং ৩ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।
জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে বিকাল সাড়ে ৩টায় ওই মামলা সংক্রান্ত নথিপত্র দেখানো হলে পুনরায় তার মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি) আসনে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা হয় ১২টি। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন শিশির, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়ার মনোনয়ন ফরম স্থগিত করা হয়। প্রার্থিতা বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের। প্রার্থিতা বহাল রয়েছে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির (জাপা) হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, জাতীয় পার্টির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, জাপার বিদ্রোহী প্রার্থী শাহিনুর আলম, স্বতন্ত্র প্রার্থী আসাদুর জামান, মনঞ্জুম আলীর।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিলের মধ্যে বিএনএফএর জিল্লুর রহমান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার লিপি ও বিশ্বনাথ সরকার বিটু রয়েছেন। প্রার্থিতা বহাল রয়েছে আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতায় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, জাকের পার্টির আশরাফ-উজ-জামানের। রংপুর-৩ (রংপুর সদর ও আংশিক সিটি) আসনে ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এটিএম রাকিবুল বাশারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বহাল রয়েছে আওয়ামী লীগ মনোনীত তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের শহিদুল ইসলাম, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর।
