ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচল চুক্তি বাতিলসহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উত্তর তেমুহনীতে সমাবেশে মিলিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি মহিউদ্দিন, লোকমান হোসাইন, আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইমরান হোসাইন, নাছির আহমেদ, মোখলেসুর রহমান ও রেদোয়ান হোসাইন প্রমুখ।
