Logo
Logo
×

বাংলার মুখ

কোটাবিরোধী আন্দোলন

নিহত কলেজছাত্র জিল্লুরের লাশ গোপালগঞ্জে দাফন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোটাবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর রহমানের দাফন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টায় সদর উপজেলার কাটি ইউনিয়নের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাঠি পশ্চিমপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুরে কমপ্লিট শাটডাউন আন্দোলন চলাকালে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পুলিশের গুলিতে নিহত হন ইমপেরিয়াল কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র জিল্লুর। ওইদিন রাত সাড়ে ১১টায় ঢাকার আফতাবনগর জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশের গুলিতে নিহত জিল্লুর গোপালগঞ্জের কাঠি পশ্চিমপাড়ার শেখ হাসানের ছেলে। ঢাকায় মেরুল বাড্ডায় তার মাছের আড়ত রয়েছে। এ সুবাদে জিল্লুরের পরিবার ঢাকার আফতাবনগরে বসবাস করত। শেখ জিল্লুর রহমানের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম