Logo
Logo
×

বাংলার মুখ

ফুলবাড়িয়ায় গাছের সঙ্গে শত্রুতা!

Icon

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক) ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগানের নতুন লাগানো ১ হাজার ৪৮৫টি রাবার গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় চারাগুলো কেটে ফেলা হয়েছে। রাবার প্রকল্পের ব্যবস্থাপক মফিজুল হক খান বলেন, ৪২ একর জমিতে ১০ হাজার ৪৫০টি নতুন চারা লাগানো হয়েছিল। এর মধ্যে ১৪৮০টি চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে প্রকল্পে ৩ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রকল্প ব্যবস্থাপক বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, রাবার প্রকল্পের চারাগাছ কাটায় থানায় জিডি হয়েছে। তদন্ত চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম