আর্থিক সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নিন

-ইক্যুইটিবিডি
 যুগান্তর রিপোর্ট  
১৮ জুন ২০১৯, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দেশে চলমান টাকা পাচার, কালো টাকা, ঋণখেলাপি ও ব্যাংক চার্জের বর্ধিত মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইক্যুইটিবিডি। এসব সংকট মোকাবেলায় আর্থিক সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার নাগরিক সমাজ, শ্রমিক ও কৃষক সংগঠনগুলোর নেটওয়ার্ক সংগঠন ইক্যুইটিবিডি নেতারা প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এ উদ্বেগ জানান। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কোস্টের উপ-পরিচালক আহসানুল করিম, সঞ্চালনা করেন ইক্যুইটিবিডি চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক, ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির সালাহউদ্দিন বাবলু এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন