বদলে যাবে উত্তরার লেক
চলছে সংস্কার কাজ
উত্তরা প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নগরীর উত্তরা লেকে সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর মনে আশার সঞ্চার হয়েছে, এবার অবশ্যই বদলে যাবে লেক। আবারও দূর-দূরান্ত থেকে এ লেকের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমবে। বিকেল হলেই হাজার হাজার লোকের পদচারণায় মুখর হয়ে উঠবে লেকের দুই পাশ।
উত্তরা লেকটি আবদুল্লাহপুর বেড়িবাঁধ থেকে ৯ ও ১১ নম্বর সেক্টর হয়ে ৭, ১৩, ১৪, ৩ ও ৫ নম্বর সেক্টর পেরিয়ে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না এ লেক। অসচেতন কিছু এলাকাবাসী লেকের পাশে ময়লা-অবর্জনা ফেলেন।
কিছু ব্যক্তি লেকের বিভিন্ন পাশ দখল করে অবৈধভাবে দোকান নার্সারি এমনকি ঘর নির্মাণ করেছেন। এতে লেকটির সৌন্দর্য হারিয়ে যাচ্ছিল।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ শুরু হয়। এ লেক নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আফসার উদ্দিন খান যুগান্তরকে বলেছিলেন, শিগগিরই গুলশান লেকের আদলে এটিকে গড়ে তোলা হবে।
এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৎকালীন প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন যুগান্তরকে জানিয়েছিলেন, উত্তরা লেক উন্নয়নে প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় লেকের সংস্কার শুরু হয়েছে।
তিন অংশে বিভক্ত এ লেকের দক্ষিণ অংশের উন্নয়ন কাজ অনেকটাই এগিয়েছে। আশা করা যাচ্ছে শিগগির সৌন্দর্য বর্ধন করে আবারও এলাকাবাসীর অবসর যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে লেক ও লেকপাড়।
৫ নং সেক্টরের বাসিন্দা কবির হাসান যুগান্তরকে বলেন, দীর্ঘদিন পরে হলেও লেকটির সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তিনি বর্তমান সরকারকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, আশা করি যথাসময়ে লেকের সংস্কার কাজ শেষ হবে।
৩ নং সেক্টরের বাসিন্দা রাশেদা আক্তার সোনিয়া যুগান্তরকে জানান, একসময় এ লেকের পাড়ে বিকেলে হাঁটতাম ও সৌন্দর্য উপভোগ করতাম। মাঝে অনেক বছর অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় লেকপাড়ে যাওয়া ছেড়ে দেই।
তিনি সংস্কার কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমরা যারা লেকপাড়ের বাসিন্দা, সবসময় চাই লেকের সৌন্দর্য অটুট থাকুক। সৌন্দর্য বৃদ্ধি ও সংস্কারের পরে এ লেক নিয়মিত তদারকি করতে হবে। যাতে ভবিষ্যতে এ লেকের সৌন্দর্য আর কেউ নষ্ট করতে না পারে।
