Logo
Logo
×

রাজধানীর খবর

পুলিশ সেজে ডাকাতি, গ্রেফতার ৮

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুলিশ সেজে ডাকাতি, গ্রেফতার ৮

ছবি: যুগান্তর

পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৮ সদস্যকে মঙ্গলবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হল মো. আলাউদ্দিন, মো. সবুজ মিয়া, মো. রাসেল মাহমুদ সরকার, মো. জুয়েল শিকদার, নিবাস কুমার সরকার ওরফে স্বপন, মো. রাসেল, মো. দবিরুল মিয়া ও মো. হাসানুল বান্না।

এ সময় তাদের কাছ থেকে ঢাকা রেঞ্জ পুলিশের ডিপসাইন লাগানো এসআই পদ মর্যাদার র‌্যাংক ব্যাজসহ এক সেট জেলা পুলিশের ইউনিফর্ম, একটি স্কুলব্যাগ, পুলিশ মনোগ্রাম খচিত একটি চামড়ার বেল্ট, এক জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, একটি রামদা, একটি চাপাতি, মাইক্রোবাসের ড্যাশবোর্ডের সামনে বাংলায় পুলিশ লেখা একটি স্টিকার, একটি সিগন্যাল লাইট, একটি বেতের লাঠি, একটি হায়েস মাইক্রোবাস, একটি টিভিএস মোটরসাইকেল ও ডাকাতি করা ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৭ : মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪৬৫ পিস ইয়াবা, ৮০৪ গ্রাম ৩৬৩ পুরিয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।

ডাকাতি গ্রেফতার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম