মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক এবং মেধা পুরস্কার প্রদান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ সাত্তার, এসকট দ্য রেসিডেন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার লিসা লিন্ডনার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
