আইএস’র জন্য কথিত ভিডিও তৈরির পরিকল্পনা
ঢাকায় গ্রেফতার নব্য জেএমবির ৪ জঙ্গি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মিডিয়ায় প্রচারের জন্য কথিত ভিডিও তৈরির পরিকল্পনা করছিল নব্য জেএমবির জঙ্গিরা।
সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই দেশের বিভিন্ন স্থান থেকে ৪ জঙ্গি ঢাকায় এসেছিল। তবে ভিডিও তৈরি করার আগেই সোমবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে ধরা পড়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রমনার স্টার গেটের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রপন্থী বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার চারজন হল আরিফ মোল্লা (২৮), ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)। রমনা থানার সন্ত্রাস দমন আইনের মামলায় মঙ্গলবার চারজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ।
সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, কথিত আইএস’র মিডিয়ায় প্রচারের জন্য নব্য জেএমবির জঙ্গিরা ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
তবে কী ধরনের ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল, এ বিষয়ে বিস্তরিত কিছু বলেনি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে একত্রিত হয়েছিল। পরিকল্পনা বাস্তবায়নের আগেই তারা ধরা পড়ছে।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতার জঙ্গিরা ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার দুপচাচিয়া থানার সঞ্জয়পুর গ্রামের নাগর নদীর তীরে রাকিবুল হাসান ওরফে আরতুগুলের নেতৃত্বে কথিত আইএস’র মিডিয়ায় প্রচারের জন্য একটি ভিডিও ধারণ করেছিল।
২০১৮ সালের অক্টোবরে নরসিংদী জেলার ‘অপারেশন গর্ডিয়ান নট’ পরিচালনার পর রাকিবুল ওরফে আরতুগুল গ্রেফতার হলে তারা আত্মগোপনে চলে যায়। সাম্প্রতিক সময়ে তারা আরও একটি ভিডিও তৈরির পরিকল্পনা করে।
কীভাবে ভিডিও তৈরি করা যায় এবং ভিডিওতে কারা থাকবে, এ বিষয়ে পরামর্শ করার জন্য তারা ঢাকায় আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি কর্মকর্তারা জানান, গ্রেফতার ব্যক্তিরা অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং তাদের সংগঠনের জন্য সদস্য সংগ্রহে তৎপর ছিল। বিষয়টি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
