Logo
Logo
×

রাজধানীর খবর

স্বজনের লাশ দেখতে যাওয়ার পথে নিজেই হলেন লাশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এক স্বজনের মৃতদেহ শেষবারের মতো দেখতে যাওয়ার পথে মালিবাগে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় নিজেই লাশ হয়েছেন রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ। শনিবার সকাল ৯টার দিকে রামপুরা থানাধীন মালিবাগ ডায়না হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে রাব্বী জানান, পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের আদি লেন এলাকায় তাদের বাসা। শনিবার সকালে মালিবাগে এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পান তারা। এরপর তাকে শেষ দেখা দেখতে রুনা বেগম ও তার স্বামী বাচ্চু মিয়া রিকশাযোগে রওনা হন। মালিবাগে হোটেল ডায়না থেকে নেমে রাস্তা পারাপারের সময় রুনা আক্তার বাসের চাপায় নিহত হন। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, শনিবার সকাল ৯টার দিকে মালিবাগে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের চাপায় রুনার মৃত্যু হয়। বাচ্চু এক স্বজনের মৃত্যুুর খবর পেয়ে পরিবার নিয়ে রামপুরা থেকে রিকশায় করে মালিবাগ গিয়েছিলেন। বাচ্চু যখন রিকশা ভাড়া দিচ্ছিলেন, রুনা তখন রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে পড়েন। পুলিশ বাসটি আটক করলেও তার চালক ও হেলপার পালিয়ে গেছে। রুনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম