Logo
Logo
×

নগর-মহানগর

আধুনিক সব সুযোগ সুবিধা পাচ্ছেন পৌরবাসী

Icon

মো. জাফর খান, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেয়ার চেষ্টা করছেন মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। ডাক্তার হিসেবে গরিব-দুঃখী মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেয়ার পাশাপাশি পৌরবাসীর সেবা নিশ্চিত করতে বিরামহীনভাবে কাজ করে চলেছেন তিনি। তার চেষ্টায়ই পৌর শহরে লেগেছে আধুনিকতার ছোঁয়া।

জানতে চাইলে মেয়র শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘পটুয়াখালী পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাটবাজারের সার্বিক উন্নয়ন, পৌর এলাকায় সড়কবাতি, পানি সরবরাহ, রাস্তাঘাটের উন্নয়ন ও সম্প্রসারণ, ড্রেন নির্মাণসহ নির্বাচনকালীন প্রতিশ্রুতিগুলো পূরণ করেছি। একটি আধুনিক পৌর শহরের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন পৌরবাসী। অভ্যন্তরীণ কিছু রাস্তার কাক্সিক্ষত সম্প্রসারণ করতে না পারায় শহরের মধ্যে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আমার মেয়াদকালের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।’ তিনি বলেন, ‘যতটুকুই কাজ করেছি সবটুকুই জননেত্রী শেখ হাসিনা সরকারের নেয়া উন্নয়নের কাজের ছোঁয়া।’

মেয়র বলেন, ‘পৌরসভার দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করেছি। নতুন নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরনো রাস্তাঘাট সংস্কার করেছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় ৪শ’ কোটি টাকার ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এছাড়া শহরের চৌরাস্তার মোড়ে ফ্লাইওভার নির্মাণ হয়েছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত বাসস্ট্যান্ড সংস্কার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে আধুনিক পৌর শহরে যা থাকা দরকার তার প্রায় সব কাজই সম্পন্ন করেছি। যতটুকু বাকি আছে তাও খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। উন্নয়ন কাজ নিয়ে মাঝে মাঝে সুধী সমাজকে নিয়ে বসছি এবং পরামর্শ নিচ্ছি। পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা করছি পটুয়াখালী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দিতে পারব।’

পৌরসভা সূত্রে জানা যায়, ডা. মো. শফিকুল ইসলাম পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত প্রায় দেড়শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল- ১৪ কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণ, ১৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সাতটি রাস্তা ও ছয়টি ড্রেন নির্মাণ, ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ( চলমান) প্রকল্প বাস্তবায়ন। ৬ কোটি টাকা ব্যয়ে টাউন হল নির্মাণ, ৩৪ কোটি টাকা ব্যয়ে শহর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ১৬ কোটি টাকা ব্যয়ে বিএমডিএফের উন্নয়ন, ১১ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি রাস্তা-ডিভাইডার রাস্তা ও ড্রেন নির্মাণ (ড্রেন নির্মাণ কাজ চলমান) ও ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন কাজ (চলমান)। এছাড়া স্বস্থ্যসেবা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, ৬০ বছরের বেশি বয়সের লোকদের হেলথ কার্ড প্রদান, মা ও শিশুর উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভাতা প্রদান করা হচ্ছে। এদিকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও পৌনে ২শ’ কোটি টাকার কাজ। এরমধ্যে আছে- ৪৪ কোটি টাকার প্রকল্প, তৃতীয় নগর উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প, ৮০ কোটি টাকায় প্রাইমারি হেলথ প্রকল্প ও ৫ কোটি ৬৫ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্প। এছাড়া শেখ রাসেল শিশু পার্কের পাশে নির্মাণ করা হবে ৭০ তলাবিশিষ্ট টাওয়ার, যেখানে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের নানা দৃশ্য দেখা যাবে। এসব কাজ সমাপ্ত হলে পটুয়াখালী পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম