Logo
Logo
×

নগর-মহানগর

জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নবনির্বাচিত এমপি ও বিদায়ী সভাপতি শফিকুর রহমানকে সংবর্ধনা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাতীয় প্রেস ক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং নবনির্বাচিত এমপি ও বিদায়ী সভাপতি শফিকুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত সভাপতি সাইফুল আলমের কাছে বিদায়ী কমিটির সভাপতি শফিকুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমানকে সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ রিপোর্টার থেকে সংসদ সদস্য হয়েছেন শফিকুর রহমান। এটি সাংবাদিক সমাজের জন্য গর্বের। পেশার প্রতি সততা ও প্রতিশ্রুতির কারণেই এটি সম্ভব হয়েছে। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের প্রতিনিধি শফিকুর রহমান এ পেশার বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরবেন।

শফিকুর রহমান বলেন, এ সংবর্ধনার মাধ্যমে সাংবাদিকরা আমার কাঁধে অনেক বেশি দায় চাপিয়ে দিয়েছেন। ফলে সাংবাদিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেছে। লক্ষ্য অর্জনের জন্য সৎভাবে চললে লক্ষ্য পূরণ হয়। তিনি বলেন, এ প্রেস ক্লাব নিয়ে চক্রান্তকারীরা সব সময়ই ছিল। এখনও আছে। এদের কেউ কেউ যখন ‘জয় বাংলা’ বলে আমার পাশে এসে দাঁড়ায়, তখন তাদের বুঝিয়ে দিই, আমি সতর্ক আছি। কারণ বরার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘দ্য প্যাট্রিয়ট’ আমি পড়েছি। শফিকুর রহমান বলেন, প্রেস ক্লাবে আমি দু’বার সভাপতি ছিলাম। এর আগেও আমি দু’বার সভাপতি নির্বাচন করে হেরেছি। কিন্তু আশাহত হইনি। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য বড় বিজয় অপেক্ষা করছে। তিনি বলেন, প্রেস ক্লাবের ভবন নিয়ে চক্রান্ত হয়েছে। বঙ্গবন্ধুর নামের সঙ্গে আরেক দুর্বৃত্তের নাম জুড়ে দিয়ে ভবন তৈরির চেষ্টা হয়েছে। কিন্তু আমরা তা প্রতিহত করেছি। আওয়ামী লীগ তাদের ইশতেহারে প্রেস ক্লাবের ভবন তৈরি করে দেয়ার কথা বলেছে।

নতুন সভাপতি সাইফুল আলম বলেন, আমাদের দ্বিতীয় প্রজন্ম জেগে উঠেছে। আমাদের পেছনে ফেরার সময় নেই। একতা, একাগ্রতা থাকলে জয় আমাদের হবেই। প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। ফলে সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এর মর্যাদা আরও বাড়াতে হবে। আগামীতেও সদস্যপদ দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন নতুন কমিটির কোষাধ্যক্ষ শ্যামল দত্ত। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, জাকারিয়া কাজল, শাহজাহান মিয়া, জাফর ওয়াজেদ, শাহজাহান সরদার, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় নতুন কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রয়াত পাঁচজন বরেণ্য সাংবাদিকের নামে প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। যাদের নামে নামকরণ করা হল- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নতুন ও বিদায়ী কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও সিনিয়র সাংবাদিক হারুন হাবীবসহ সাংবাদিকরা।

জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম