Logo
Logo
×

নগর-মহানগর

বনভান্তের জন্মোৎসবে রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বৌদ্ধ আর্যপুরুষ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের জন্মোৎসবে রাঙ্গামাটি রাজবন বিহারে নামে অগণিত পুণ্যার্থীর ঢল। মঙ্গলবার দেশের প্রধান বৌদ্ধধর্মীয় এ প্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে মহাপরিনির্বাণপ্রাপ্ত অরহতলাভী বনভান্তের শতজন্মোৎসব।

বৌদ্ধধর্মীয় এ মহাগুরুর জন্ম ১৯২০ সালের ৮ জানুয়ারি। রাঙ্গামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোড়ঘোনা গ্রামের এক নিু-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে গৃহত্যাগ করেন- যার পথ ধরে মহাপরিনির্বাণ লাভের মধ্য দিয়ে দেহত্যাগ করেন ২০১২ সালের ৩০ জানুয়ারি। তিনি আমরণ রাজবন বিহারের অধ্যক্ষ ছিলেন।

এবার বনভান্তের শতজন্মবর্ষ উপলক্ষে রাজবন বিহারে পালিত হয়েছে সপ্তাহব্যাপী ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার পুণ্যার্থী। নানা রঙে তৈরি তোরণ ও বেলুনে সাজানো হয় গোটা রাজবন বিহার এলাকা।

ভোর ৫টায় রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুভসূচনা করা হয়

শতজন্মোৎসবের। এরপর কেক কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয় বনভান্তের জন্মদিন। কেক কাটেন বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় উড়ানো হয়েছে হাজারও বেলুন। উপস্থিত ছিলেন ভিক্ষুসংঘ ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাজবন বিহার উপাসক-উপাসিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ অন্য কর্মকর্তারা।

ভক্তকুলের শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ছেয়ে যায় বনভান্তের নিষ্প্রাণ দেহধাতু।

এরপর সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, আকাশ ও হাজার প্রদীপ পূজা, সম্মাননা, পুরস্কার বিতরণী ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, শ্রীমৎ ভৃগু মহাস্থবির ও থাইল্যান্ড থেকে আগত একজন বৌদ্ধভিক্ষু। উপস্থাপনায় ছিলেন, বিজ্ঞান্তর তালুকদার ও মুন চাকমা। সন্ধ্যায় আকাশ ও হাজার প্রদীপ প্রজ্বলনসহ ফানুস উড়িয়ে শেষ হয় বনভান্তের শতজন্মোৎসব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম