Logo
Logo
×

নগর-মহানগর

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন আছাদুজ্জামান মিয়া

Icon

নেসারুল হক খোকন

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন আছাদুজ্জামান মিয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে। এ লক্ষ্যেই তাকে ১৪ আগস্ট এক মাসের জন্য ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ১৩ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল আছাদুজ্জামান মিয়ার।

ডিএমপি কমিশনার হিসেবে দীর্ঘ পৌনে চার বছর যে কর্মদক্ষতার পরিচয় তিনি দিয়েছেন, এই নিয়োগের মাধ্যমে তারই মূল্যায়ন করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্র জানায়। জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া যুগান্তরকে বলেন, আমি বিষয়টি পজেটিভ-নেগেটিভ কিছুই বলব না। যেহেতু এখনও এ সংক্রান্ত দাফতরিক কোনো পত্র পাইনি। আর অফিসিয়াল পত্র না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জাতীয় নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২২ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। প্রধানমন্ত্রীকে আহ্বায়ক করে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির সচিব হিসেবে একটি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানা যায়। ওই সচিব পদেই আছাদুজ্জামান মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত প্রজ্ঞাপনে কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের কথা উল্লেখ করা আছে।

কমিটির কার্যপরিধি হবে- দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত যাবতীয় সমস্যাবলী ও কার্যক্রম পুনরীক্ষণ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতির মূল্যায়ন ও পুনরীক্ষণ, দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রদান।

এ ছাড়া বিআরটিএ’র চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান পদেও আছাদুজ্জামান মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের কথা শোনা যাচ্ছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার রয়েছে দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি ১৯৮৫ সালে সিভিল সার্ভিস ক্যাডারে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম