Logo
Logo
×

নগর-মহানগর

বাণিজ্য মেলা

যমুনা ইলেকট্রনিক্সে আকর্ষণীয় ছাড়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স ক্রেতাদের সুবিধার্থে আকর্ষণীয় সব ছাড় দিচ্ছে। মেলা উপলক্ষে দেয়া হয়েছে- ‘তোমার আমার অফার’। এ অফারের আওতায় একজন ক্রেতা ফ্রিজ কিনে তার পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবের জন্য একটি ফ্রিজ ফ্রি পেতে পারেন। আর মাত্র ২ হাজার ২০ টাকায় মেলা থেকে ৪২ ইঞ্চি এলইডি টিভি ক্রয়ের সুযোগ। মোটরবাইকে থাকছে ফ্রি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স। এছাড়া প্রতিটি পণ্যে থাকছে ক্যাশ ভাউচার। ‘নতুন জুটি’ বান্ডেল অফারে টিভি-ফ্রিজ কিনলেই ক্রেতা পাবেন ১০ শতাংশ ছাড়। পাশাপাশি যমুনার পণ্য কিনে বাংলাদেশের একমাত্র হাইপার মার্কেট ‘হোলসেল ক্লাব’র ফ্রি মেম্বারশিপের সুযোগ দেয়া হয়েছে।

যমুনা ইলেকট্রনিক্সের হেড অব ট্রেড মার্কেটিং রেজাউর রহমান বলেন, যমুনা ইলেকট্রনিক্স মুনাফার চাইতে ক্রেতার সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেয়। তাই সাশ্রয়ী দামে উন্নত ও গুণগতমানসম্পন্ন, জার্মান টেকনোলোজিসমৃদ্ধ রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, স্মল অ্যাপ্লায়েন্স, মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত করছে। যেখানে অন্য সব প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপনের ওপর ভর করে ব্যবসা করছে, সেখানে যমুনা ইলেকট্রনিক্স কোয়ালিটি দিয়ে অল্পদিনেই ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এবারের বাণিজ্য মেলায় অন্য সব প্রতিষ্ঠানের চেয়ে যমুনা ইলেকট্রনিক্স ক্রেতাদের জন্য সর্বোচ্চ ছাড় ঘোষণা করেছে। এছাড়া ক্রেতাদের দেয়া হচ্ছে শূন্য শতাংশ সুদে ৯০ দিনে নগদ মূল্য পরিশোধের সুবিধা। পাশাপাশি প্রধান প্রধান ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধাও রয়েছে। রেজাউর রহমান জানান, উৎপাদনের শুরু থেকেই যমুনা রেফ্রিজারেটর সর্বোচ্চ গুণগতমান, বাহারি রঙের ভিন্নতা ও মনোমুগ্ধকর ডিজাইনের দিকে লক্ষ্য রেখেছে। পাশাপাশি ফ্রিজে যুক্ত করেছে নতুন সব আকর্ষণীয় ফিচার। শুধু বিজ্ঞাপননির্ভর নয়, বিশ্বমানের আরওএইচএস সার্টিফিকেট পেয়েই যমুনা ইলেকট্রনিক্স ভোক্তা সাধারণকে সেবা প্রদান করে আসছে। একমাত্র যমুনা ফ্রিজই দিচ্ছে ৭২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ না থাকলেও খাবার তরতাজা থাকার শতভাগ নিশ্চয়তা। ৬৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী এবং সম্পূর্ণ সিলিকন মুক্ত যা মানবদেহকে ক্ষতিকারক রাসায়নিক প্রভাব থেকে রক্ষা করে। প্রতিটি মডেলের ফ্রিজে ব্যবহার করা হয় অ্যান্টিব্যাক্টেরিয়াল গ্যাসকেট, যা খাবারকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সহযোগিতা করে। ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত, যমুনা ফ্রিজ যা বাইরের ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ভেতরের কুলিং পারফরম্যান্স অক্ষুণ্ন রাখে। বাংলাদেশে সর্বপ্রথম আর৬০০এ গ্যাস ব্যবহার করে ফ্রিজের গুণগত মান যমুনা ফ্রিজই বজায় রেখেছে বছরের পর বছর।

তিনি বলেন, বাংলাদেশের বাজারে সর্বপ্রথম যমুনাই অত্যাধুনিক গ্লাসডোর টেকনোলজির ফ্রিজ নিয়ে এসেছে। ফ্রিজ শুধু ফ্রিজই নয়, এটা ঘরের সৌন্দর্য বর্ধনে যে বিশাল ভূমিকা রাখতে পারে সেটাই প্রমাণ করে চলেছে যমুনা ইলেকট্রনিক্স। আকর্ষণীয় ডিজাইনের, বাহারি রঙের যমুনা ফ্রিজ এখন শুধু রান্নাঘরেই নয়, সৌন্দর্যবর্ধনের জন্য ড্রয়িং রুমেও রাখা হয় হোম ডেকোর হিসেবে। যমুনা ফ্রিজে এক মাসেও খাবার নষ্ট হয় না। বাহারি রঙের ডিজাইন ও আকর্ষণীয় ফিচার থাকার কারণে যমুনা ফ্রিজ ক্রেতাদের পছন্দের শীর্ষে।

যমুনার এলইডি স্মার্ট টিভিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় ডিজাইন ও স্মার্ট ফিচার যা ক্রেতার বিনোদন জীবনকে করে তুলবে আরও রঙিন ও আনন্দময়। এছাড়াও যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের ঝুড়িতে নতুন করে যুক্ত হয়েছে ওয়াইফাই সমৃদ্ধ ইনভার্টার এসি, যা বৈদ্যুতিক ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে কম্প্রেসারের (গ্যাস) প্রবাহের হার নিয়ন্ত্রণ করে এবং গতি সামঞ্জস্য করে, যার ফলে খুব দ্রুত ঘরকে ঠাণ্ডা করে, ৫৮ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয় এবং শক্তি কম খরচ হয়।

এছাড়া রয়েছে পেগাসাস মোটরবাইকের সমাহার ও আকর্ষণীয় সব কালার, ৫ বছরের ওয়ারেন্টি, শক্তিশালী ইঞ্জিন, অ্যারোডাইনামিক ডিজাইন, এক্সট্রা ওয়াইড সিট, সিপ্লট সেকেন্ড ব্রেক সিস্টেম, বিগ ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। মেলা থেকে বাইক কিনলেই ড্রাইভিং লাইসেন্স ফি ও রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স। এদিকে স্মল-অ্যাপ্লায়েন্স-আয়রন, ইলেকিট্রক কেটলি, রাইস কুকার, ব্লেন্ডার, জুস-এক্সট্রাক্টর, মাইক্রো-ওভেন যা কিনা যমুনার প্যাভিলিয়নকে ভোক্তা সাধারণের জন্য করে তুলেছে আরও আকর্ষণীয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম