সিংগাইরে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিংগাইরে হাসিনা বেগম নামের এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। রোববার সকাল ৬টায় জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীনের স্ত্রী হাসিনা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন, প্রচণ্ড আঘাতে তার কোমরের হাড় ভেঙে গেছে।
স্বজনরা জানান, দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে হাসিনা বেগম। এক বছর আগে ফুফাতো ভাই প্রতিবেশী ওমর খার ছেলে জয়নাল আবেদিনের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হলেও শাশুড়ি জহুরা বেগম এতে রাজি ছিলেন না। বিয়ের পর থেকেই তিনি হাসিনাকে নানাভাবে নির্যাতন করতেন। নিরুপায় হাসিনা একপর্যায়ে বাবার বাড়ি চলে যান। আড়াই মাস পর স্থানীয় অভিভাবকদের মধ্যস্থতায় স্বামীর বাড়ি ফিরে আসেন।
কিন্তু শাশুড়ির নির্যাতন থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় সকালে ছাদে যান শাশুড়ি জহুরা বেগম। এ সময় হাসিনা সেখানে গেলে তিনি ক্ষিপ্ত হন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে হাসিনা নিচে পড়ে যান এবং জ্ঞান হারান। একজন প্রতিবেশী তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। তাকে প্রথমে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। হাসিনার স্বামী জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, তার অসুস্থ মায়ের পক্ষে কাউকে ছাদ থেকে ফেলে দেয়া সম্ভব নয়। তবে ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। ঘটনা জানার পর স্ত্রীকে হাসপাতালে দেখতে যান।
