Logo
Logo
×

নগর-মহানগর

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে

-মোহাম্মদ নাসিম

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, করোনাভাইরাসের এই মহাসংকটকালে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া চান্দালী মোড় এবং মুজিব সড়কে মুক্তা প্লাজার সামনে শনিবার বিকালে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, মানুষ গৃহবন্দি জীবনযাপন করছে। তবে আশার কথা হচ্ছে, সরকার এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। সিরাজগঞ্জের অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিম আহমেদ, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের ঘরে ঘরে মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন জেনে খুশি হয়েছি। তিনি জানান, সরকারি সহায়তার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করেছেন। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলার সেলিম আহমেদ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে আহমেদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম