চট্টগ্রাম খাদ্য বিভাগ
ঝুঁকি নিয়েই কাজ করছেন কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকরা
আহমেদ মুসা, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই কাজ করছেন চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি জরুরি খাদ্য সরবরাহ ও ত্রাণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সাধারণ ছুটিতেও অফিস করছেন তারা। কিন্তু তাদের কোনো ধরনের সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি। এ ছাড়া সরকারের দুই সিএসডিতেও (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) কর্মরত শ্রমিকরাও পাননি নিরাপত্তা সরঞ্জাম।
চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগে লোকাল সাপ্লাই ডিপো-(এলএসডি) রয়েছে ১১৫টি। জেলায় রয়েছে ১১৭টি। এর মধ্যে সব মিলিয়ে সচল রয়েছে ১০৬টি এলএসডি। সাইলো রয়েছে ২টি ও সেন্ট্রাল সাপ্লাই ডিপো বা সিএসডি রয়েছে তিনটি। সাধারণ ছুটিকালীন সময়ে দেশের প্রায় সব সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকলেও এ মহামারীতে মানুষের খাদ্যের জোগান ঠিক রাখতে খোলা রয়েছে খাদ্য বিভাগের প্রতিটি অফিস। প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে তাদের কার্যক্রম আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। সরকারি নির্দেশনা অনুযায়ী ওএমএসের চাল বিতরণ, কাবিখার চাল বিতরণ, বিভিন্ন বাহিনীর খাদ্যশস্য বিলি-বিতরণের পরিমাণ বেড়েছে।
দেশের সবচেয়ে বড় সিএসডি হচ্ছে হালিশহর সিএসডি। শুধু এ সিএসডিতে খাদ্য পরিদর্শক, এসআই ও এএসআইসহ অন্যান্য পদে কর্মরত রয়েছেন প্রায় ১০২ জন। এছাড়া রয়েছেন একজন করে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক। আছেন ২৭৫ জনের বেশি শ্রমিক। এ সিএসডি থেকে প্রতিদিন ১০ ট্রাকের বেশি খাদ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এসব খাদ্যশস্য লোড-আনলোডে শ্রমিকরা কাজ করে থাকেন।
