চট্টগ্রামে করোনামুক্তির সুখবর
সুস্থ হয়ে বাড়ি ফিরল ১০ মাস বয়সী শিশু
দুই হাসপাতাল থেকে ২০ জনের ছাড়পত্র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত ১০ মাস বয়সী শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। করোনা পরীক্ষায় তার পরপর দু’বার নেগেটিভ আসায় শনিবার সকালে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। শিশুটির সঙ্গে তার মায়ের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। চটগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি থেকে করোনা চিকিৎসা নিয়ে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সারা দেশের মধ্যে চট্টগ্রামে প্রথম এত কম বয়সী শিশুর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ শনিবার বিকালে যুগান্তরকে বলেন, এটা অবশ্যই সুখবর। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে প্রথম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর সেখানে বেশ কিছুদিন চিকিৎসায় তার জ্বর না কমায় করোনা পরীক্ষা করা হয়।
তার করোনা পজিটিভ আসার কারণে জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয়। তার মাকেও সঙ্গে রাখা হয়। এতে তার মারও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। চন্দনাইশের জোয়ারায় শিশুটির চিকিৎসার পদ্ধতি কী ছিল এবং সে করোনা জয় করল কীভাবে- এমন প্রশ্নের জবাবে ডা. অসীম বলেন, করোনার আলাদা কোনো চিকিৎসা নেই। আমরা তাকে নিউমোনিয়ার চিকিৎসা দিয়েছি। এতেই সে সুস্থ হয়ে উঠেছে।
