Logo
Logo
×

নগর-মহানগর

পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই কর্মক্ষেত্র

নারায়ণগঞ্জে ঝুঁকিতে লাখ লাখ গার্মেন্ট শ্রমিক

Icon

রাজু আহমেদ, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে পর্যাপ্ত সুরক্ষার অভাবে কর্মক্ষেত্রে ঝুঁকিতে রয়েছেন লাখ লাখ গার্মেন্ট শ্রমিক। প্রশাসনের সদস্যরা, বিশেষ করে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা একের পর এক করোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠেছে লাখ লাখ শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জের জেলা, পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক সদস্য। কেরোনার গুচ্ছ সংক্রমণের প্রথম শিকার হন স্বাস্থ্য প্রশাসনের সদস্যরা। আতঙ্কিত শ্রমিকরা বলছেন, এমন পরিস্থিতিতে দরিদ্র শ্রমিকরা কী করে নিজেদের সুরক্ষিত রাখবেন। শঙ্কা ও ঝুঁকি বিবেচনায় আরও ১৫ দিন পর গার্মেন্ট ফ্যাক্টরি খুলে পাওনা বেতন পরিশোধ করা হলে যে ভয়ানক পরিস্থতির আশঙ্কা করা হচ্ছে, সেটি সামাল দেয়া যেত।

গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র নেতারাও শঙ্কা ও ঝুঁকির বিষয়টি স্বীকার করে বলেছেন, বিশ্ববাজার ধরে রাখতেই বাধ্য হয়ে এবং করোনাকে জীবনের অংশ হিসেবে ধরেই আমাদের ফ্যাক্টরি খোলার সিদ্ধান্ত নিতে হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম